কোহলি ও রোহিতের বিদায়ী আইসিসি টুর্নামেন্টে ট্রফি জয়েত আর্জি
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে সোনার হরিণ। এই টুর্নামেন্টেই তাদের আইসিসির শেষ মঞ্চ ধরে নেওয়া হচ্ছে, তাই বিদায়কে স্মরণীয় করে রাখতে শিরোপা জয়ই হতে পারে তাদের লক্ষ্য।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলেছেন কোহলি ও রোহিত। তবে টেস্ট ও ওয়ানডেতে তারা ফর্মের চূড়ায় নেই, যে কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে তাদের আইসিসির শেষ প্রতিযোগিতা। তারা কি পারেন ২০১৩ সালের মতো আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে? উত্তর দেবে সময়।
তবে তার আগেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার প্রবীণ কুমার চাইছেন, বিদায়ের আগে আরেকটি ট্রফি এনে দিক এই দুই তারকা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিরাট-রোহিত, অবসর নেওয়ার আগে আমাদের আরেকটা আইসিসি ট্রফি উপহার দাও। দল বেশ ভালো খেলছে—ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকেই শক্তিশালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই দলের সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে।”
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে তারা। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় আত্মবিশ্বাসও তুঙ্গে। ফলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই এগোচ্ছে ভারত।
দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে তারা, যেখানে নির্ধারিত হবে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল দুটি হবে ৪ ও ৫ মার্চ, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।