বোন ম্যারো (অস্থিমজ্জা) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানম।
রোববার (২৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।
প্রিয় শিক্ষক ও সহকর্মীকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র মহলে। তার মৃত্যুর কথা নিশ্চিত করে কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলি বলেন, আমাদের প্রিয় সহকর্মী অধ্যাপক শিল্পী খানম আমাদের মাঝে নেই, সেটা কোনভাবেই বিশ্বাস করতে পারছি না। বিভাগে বাহিরে সকলেরই কাছে প্রিয় ছিলেন শিল্পী।
তারিকুল ইসলাম নামে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন আমাদের শহর জুড়ে এখন কেবলই অন্ধকার! মরণঘাতী ক্যান্সার কেড়ে নিলো আমাদের মা’কে। আমরা কিছুই করতে পারলাম না! ওপারে ভালো থাকবেন ম্যাম।
বাশির শাহরিয়ার নামে বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, বিভাগের একজন জ্যেষ্ঠ ও প্রিয় শিক্ষককে হারিয়ে আমরা ব্যাথিত ও ভারাক্রান্ত। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছে প্রিয় ছিলেন শিল্পী ম্যাম।
###