বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম সতর্ক করে বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে, তবে দেশে আরেকটি গণবিপ্লব সংঘটিত হবে। তার দাবি, স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে এই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্ট অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসেই দেশে নতুন ছাত্ররাজনৈতিক দলের ঘোষণা আসবে। সুষ্ঠু নির্বাচন হলে কোনো দল যদি ৩০০ আসনেও জয়ী হয়, তা মেনে নেওয়া হবে। তবে যারা অতীতের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারাই ভবিষ্যতের নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে।
সারজিস আলম বলেন, আসন্ন ছাত্ররাজনৈতিক দল হবে ফ্যাসিবাদবিরোধী এবং এতে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে।
এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, মুখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, সদস্য অনিক খান সিয়ামসহ সংগঠনের নেতাকর্মীরা, শহিদ পরিবারের সদস্য এবং আহতরা উপস্থিত ছিলেন।