দিনাজপুরের ঘোড়াঘাটে এক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গৃহবধূকে (৩৬) ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৭) নামে এক পানের দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা গতকাল সোমবার সকালে ঘোড়াঘাট পৌরসভার একটি ওয়ার্ডে ঘটে। ওই নারী সকালে বাড়ির কাছের একটি বাগানে শুকনা পাতা ও খড়ি কুড়াতে যান, তখন একা পেয়ে আবদুল খালেক ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী ও তার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে খালেক পালানোর চেষ্টা করেন। এরপর গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আবদুল খালেককে গ্রেপ্তার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, মামলার পর আবদুল খালেককে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।