Home » news » খাইবার পাখতুনখাওয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৭
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মীর আলি শহরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পূর্বাহ্ণে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
কমান্ডার রসুল জান নামে পরিচিত একজন জঙ্গি তার বাড়িতে একটি গাড়িতে বোমা ফিট করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে পাকিস্তানি তালেবানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত বিদ্রোহীদের মরদেহ সরিয়ে নেয়।
এই বিস্ফোরণের ফলে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ কর্মকর্তা ইরফান খান জানান, গাড়ি বোমাটি হয়তো ওই অঞ্চলে হামলার উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছিল। যেখানে পাকিস্তানি তালেবান এবং অন্যান্য বিদ্রোহীরা প্রায়ই অ্যাসল্ট রাইফেল, রকেট, গ্রেনেড এবং আত্মঘাতী গাড়ি বোমা হামলার মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।
আরএস