পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মীর আলি শহরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পূর্বাহ্ণে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
কমান্ডার রসুল জান নামে পরিচিত একজন জঙ্গি তার বাড়িতে একটি গাড়িতে বোমা ফিট করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে পাকিস্তানি তালেবানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত বিদ্রোহীদের মরদেহ সরিয়ে নেয়।