খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে দুইদিনব্যাপী অনুষ্ঠিত হলো তৃতীয় সংস্করণের পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘টকিং টাইটান্স ৩.০’। ২৩ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় শনিবার (২৪ মে) তিন নম্বর একাডেমিক ভবনের নাটমন্ডপে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে সহায়ক। একাডেমিক শিক্ষার পাশাপাশি এসব প্রতিযোগিতা তরুণদের বহুমাত্রিক দক্ষতা গঠনে ভূমিকা রাখে।”
তিনটি বিভাগ— বাংলা ও ইংরেজি পাবলিক স্পিকিং এবং পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন— নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকমণ্ডলী।
ফাইনাল রাউন্ডে বিশেষ সেশন নেন লেখক ও কনটেন্ট নির্মাতা সাদমান সাদিক। পরে বিজয়ীদের নাম তিনি ঘোষণা করেন।
পাবলিক স্পিকিং (বাংলা) বিভাগে চ্যাম্পিয়ন হন মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের আফসানা রহমান তুলি এবং রানারআপ হন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের রাফিয়া ইসলাম মিম। ইংরেজি বিভাগে প্রথম হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মালিহা আনজুম এবং দ্বিতীয় হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফারজানা জাহান। প্রেজেন্টেশন বিভাগে প্রথম হয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের মো. মোকাররম হোসাইন এবং দ্বিতীয় হন পদার্থবিজ্ঞান বিভাগের নাফিয়া ওয়াহিদ নির্ঝর।
আয়োজক রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের বক্তৃতা, নেতৃত্ব ও উপস্থাপন দক্ষতায় উল্লেখযোগ্য অবদান রাখে।