খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িকের নতুন কমিটি গঠিত হয়েছে। “যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান” এই স্লোগানকে উপজীব্য করে ২০০১ সাল থেকে খুবিতে এ সংগঠনটির পথচলা। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাবসায় প্রশাসন ডিসিপ্লিনের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামান রিয়াদ ও সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা ডিসিপ্লিনের আবির হাসান।
০৫ ফেব্রুয়ারি সোমবার সাংবাদিক লিয়াকত আলী অডিটরিয়ামে “ফ্রেশার্স লীগ ২০২৪” এর ফাইনালটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে সরকারি দলের হয়ে বিতর্ক করছিলেন বর্নিল সরকার, সৈয়দা নূরী জান্নাত বর্ষা এবং প্রমা বণিক। বিরোধী দলে ছিলেন মো. আব্দুল্লাহ, মো. হুসাইন এবং রেক্সোনা খাতুন। উক্ত ফাইনালে সরকারি দল জয়লাভ করে এবং ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিরোধী দলের নেতা মো. হুসাইন। ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সম্রাট আল সোহেল। সহ-সভাপতি বিপুল শাহরিয়ার, মহিদুর হাসান মঈন ও আব্দুল্লাহ আল ওয়াইলি খান চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক মোল্লা মেহেদী হাসান ও খালিদ আহম্মেদ। বিতার্কিক কাউন্সিলর রাফিদুল ইসলাম রাফিদ। সহকারী বিতর্ক কাউন্সিলর জাকিয়া ফারহানা মাধুরী, নাফিয়া ওয়াহিদ নির্ঝর ও জান্নাতুল ফেরদৌস মিম। পরিচালক ইংরেজি শাখা, হিজবুল্লাহ তামিম। সহকারী পরিচালক ইংরেজি শাখা, ফারহানা হাসান অনন্যা, নওরিন হক ও তামান্না তন্নি। সাংগঠনিক সম্পাদক, জায়েদ বিন সাবিত।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মোঃ সানিল সরদার ও তাহরিম জামান। দপ্তর সম্পাদক, ফাতিহাতুনেসা পল্লবী। সহ-দপ্তর সম্পাদক, রেজওয়ানুল হক রাদ।
কোষাধ্যক্ষ, রাজশ্রী দাস সৃজা। সহকারী কোষাধ্যক্ষ, রাইসুল ইসলাম সৌরভ। মিডিয়া সম্পাদক, জিহান মোল্লা। সহকারী মিডিয়া, শৌরব রায়। লজিস্টিকস সম্পাদক, মেহেদী হাসান
সহকারী লজিস্টিকস সম্পাদক, রাফিদ ফয়সাল কাব্বো। তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তাসলিমা ইসলাম
সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তান্না তাবরিজ জিমহা। লাইব্রেরি সম্পাদক, আমানী রশীদ ইরাম। সহকারী লাইব্রেরী সম্পাদক, নাবিলা মাহজাবিন সৃষ্টি। প্রকাশনা সম্পাদক, রাহাত উল ইসলাম।সহকারী প্রকাশনা, তালহা আরিফ। প্রদর্শনী সম্পাদক, সুরাইয়া আক্তার লাবনী। সহকারী প্রদর্শনী, আশরাফ ফাহিম অনিক। ইভেন্ট সাংগঠনিক সম্পাদক, অদ্রিজা সুচি ও জায়েদ বিন সাবিত। সহকারী অনুষ্ঠান আয়োজন, মোঃ আব্দুল মমিন।
“ফ্রেশার্স লীগ ২০২৪” এর ফাইনাল এবং সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তরকালে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন নৈয়ায়িক এস এম তরিকুল ইসলাম তরু ও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়