খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর সুন্দরবন রেজিমেন্টের অধীন বিএনসিসি খুলনা ফ্লোটিলার কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে লেফটেন্যান্ট সাকিব খুলনা বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএনসিসির কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় খুলনার ট্রাফিক ব্যবস্থাপনায় ক্যাডেটদের ভূমিকা ও বন্যাদুর্গতদের সহায়তায় বিএনসিসির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
উপাচার্য বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিটের প্রশংসা করে বলেন—জাতীয় প্রয়োজনে এ ইউনিটের অংশগ্রহণ গর্বের বিষয়, এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং বিএনসিসি নেভি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ও নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রভাষক এস এম তাফসিরুল ইসলাম।
পরবর্তীতে দুপুর ১২টায় ফ্লোটিলা কমান্ডার ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে যান। সেখানে ক্যাডেটদের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ফ্লোটিলা কমান্ডার নিজে এবং সভাপতিত্ব করেন পিইউও এস এম তাফসিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাডেট জারিফ ও ক্যাডেট আফনান আজিজ।
সভা শেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসারদের (সিইউও) হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি আর্মি উইংয়ের পিইউও ফারজানা জামান এবং পিইউও শাহারিয়াজ আহমেদ।
সকল আয়োজনের মূল নেতৃত্বে ছিলেন বিএনসিসি নৌ শাখার ক্যাডেট ইনচার্জ হাসিবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্যাডেট ওলিউল্লাহ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রায় ৬০ জন ক্যাডেট, শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও নৌবাহিনীর কর্মকর্তা উপস্থিত থেকে এ আয়োজনকে সফল করে তোলেন।