খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনোভেশন ক্লাবের ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটির সভাপতি হয়েছেন চিরঞ্জিত পাল, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ চন্দ্র।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন রিদওয়ান আল জাওয়াদ (আন্তর্জাতিক) ও আশা আক্তার (বহিঃসম্পর্ক)। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইমন কুমার সাহা বিষ্ণুপদ।
সংগঠনের সাংগঠনিক দিক সামলাবেন ম. ই. ম. ফাহাদ, যাকে সহায়তা করবেন সহকারী সাংগঠনিক সম্পাদক তাওহীদুজ্জামান ফিরোজ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শবনম মুস্তারী, তার সহকারী সৌরভ কুমার ভৌমিক।
প্রকাশনা, অর্থ, দপ্তর ও জনসংযোগসহ বিভিন্ন বিভাগেও এসেছে নতুন নেতৃত্ব। প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন শ্যামলী নন্দী, সহকারী কবিয়া খানম। অর্থ সম্পাদক দীপঙ্কর পাল, সহকারী বিষ্ণু বিশ্বাস সুলভ। দপ্তর সম্পাদক কোমানিং চাকমা, সহকারী অর্ণব কুন্ডু। জনসংযোগ সম্পাদক শুভদীপ গোলদার, সহকারী অনিন্দিতা বিশ্বাস।
এবারের কমিটিতে বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন ও উদ্যোক্তা শাখায়ও নেতৃত্বে এসেছে নতুন মুখ। বিজ্ঞান শাখার পরিচালক হয়েছেন আল্পনা বৈদ্য, প্রযুক্তি শাখার মো. আতীকুল ইসলাম, দর্শন শাখার জয়দেব পাল এবং উদ্যোক্তা শাখার অনিমেষ দাস তীর্থ। তাদের সহ-পরিচালক ও নির্বাহী সদস্যরা দলীয় কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকবেন।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইনোভেশন ক্লাব আরও উদ্ভাবনী কার্যক্রম ও সৃজনশীল উদ্যোগে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।