খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইফতার কর্মসূচির একটি ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে তৈরি হওয়া ঘটনা কে বিভ্রান্তি আক্ষা দিয়ে বিবৃতি প্রকাশ এবং খুবি কর্তৃপক্ষের নিকট দুঃখ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
গত ২২ মার্চ ২০২৪ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরের বিভিন্ন স্পটে ইফতার বিতরণ কর্মসূচি পালিত হয়। বিতরণ শেষে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ইফতার করেন তারা এবং সংগঠনটি তাদের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল লিখে একটি পোস্ট করেন। যেটি পরবর্তীতে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থি এবং কর্তৃপক্ষের নজরে আসে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস হওয়ায় পোস্টটি সাধারণ শিক্ষার্থীদের ভেতর আলোড়ন সৃষ্টি করে এবং কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেন।
এরই পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সংগঠনের সভাপতি মুহা. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন শাখা নেই এবং পোস্টকে ঘিরে অনাকাঙ্ক্ষিত এই তথ্য বিভ্রাটের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটি।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়