খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন এবং ঘোষণা করা হয়েছে নির্বাচনী তফসিল।
গঠনতন্ত্রের ধারা ১০(খ) অনুযায়ী কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ খসরুল আলম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সরকারি অধ্যাপক মাজিদুল ইসলাম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকি।
২০ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং জমা দিতে হবে ২৪ এপ্রিল। যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ২৫ এপ্রিল বিকেল ৪টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
এবারও ৯টি পদের বিপরীতে নির্বাচন হবে। এগুলো হল—সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য।
নির্বাচনকে সামনে রেখে উৎসাহে মুখর খুবিসাস সদস্যরা। বর্তমান সভাপতি একরামুল হক বলেন, “আমরা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশে আছি। খুবিসাস সবসময় নৈতিকতা ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে।”