খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএ শিক্ষার্থী অর্নব কুমার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে, আটকৃতদের বিষয়ে কিছু জানায়নি।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে অর্ণবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নেয়া হয় নগরীর বানরগাতি ইসলাম কমিশনার মোড়ের বাড়িতে।
আটককৃতদের উদ্দেশ্যে পুলিশ জানান , হত্যার রহস্য উদঘাটনে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও মূল কারণ জানা যায়নি।
এর আগে, শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা পান করা অবস্থায় মোটরসাইকেলের বহরে করে কিছু সন্ত্রাসী অর্ণব কে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এইচ এম মাসুম হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়