খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে মামলা দায়ের করেছেন তার বাবা নীতিশ সরকার। নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি। গত শুক্রবার আটক তিনজনকে এ হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে মামলায় গ্রেপ্তার করা হবে, অন্যথায় তাদের ছেড়ে দেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, হত্যার কারণ উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে খুলনা নগরীর তেতুলতলা মোড়ে সন্ত্রাসীরা অর্ণবকে গুলি ও কুপিয়ে হত্যা করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আরইউএস