বিশেষ প্রতিনিধি: পুলিশি হয়রানি ও স্থানীয় যুবদল নেতা মামুন ভূঁইয়া পাপনের গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার খানজাহান আলী থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে দলীয় নেতাকর্মীদের বাড়িতে পুলিশি তল্লাশি ও গ্রেপ্তার অভিযানের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইশতিয়াক রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করছেন। এ সময় তারা উক্ত দুই কর্মকর্তার অপসারণের দাবি জানান। কর্মসূচি থেকে আগামী ৫ মে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশটি পরিচালনা করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এবং সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের বাধা প্রদান ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো গণতন্ত্রের জন্য হুমকি। তারা নির্বাচনের পূর্ব মুহূর্তে এমন হয়রানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানান এবং ঘোষণা দেন, গণতন্ত্র রক্ষায় বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।