নাগরিক ছাত্র ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন এবং ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও সংগঠনের করণীয় নিয়ে মতবিনিময় করেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম।
আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, “বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আমাদের লক্ষ্য হবে সুশৃঙ্খল ছাত্র আন্দোলন পরিচালনা করা, তবে পেশীশক্তি বা প্রতীকী রাজনীতি নাগরিক ছাত্র ঐক্যের নীতি নয়।”
প্রধান বক্তা, কেন্দ্রীয় সদস্য সচিব এম এ আলিফ বলেন, “ছাত্রদের মধ্যে ঐক্য স্থাপন জরুরি। বিভাজন থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিশেষ বক্তা, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাধীন বলেন, “দেশ গঠনে স্বচ্ছ রাজনীতি অপরিহার্য। অতীতে রাজনীতির প্রতি বিরূপ মনোভাব থাকলেও, এখন সময় বদলেছে। প্রতিটি গণআন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে, তাই সংগঠনগুলোকেও দায়িত্বশীল হতে হবে।”
সভাপতির বক্তব্যে খুলনা জেলা ও মহানগর সমন্বয়ক শান্ত বলেন, “সংগঠনের আদর্শ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই লক্ষ্য নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে।”
আলোচনা শেষে মো. সাকিবুর রহমানকে আহ্বায়ক ও মো. তামজিদ আলম তালহাকে সদস্য সচিব করে খুলনা জেলা এবং মো. আবু সালেহকে আহ্বায়ক ও মো. তরিকুল ইসলামকে সদস্য সচিব করে খুলনা মহানগর কমিটি গঠন করা হয়। নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম এ আলিফের স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দায়িত্ব পেয়েছে।
নতুন কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন যে নবগঠিত কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের জেলা সভাপতি অ্যাডভোকেট মজিদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোতাহার ইসলাম বাবলুসহ খুলনা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বিএন