খুলনা মহানগরীতে সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ডের (সিইউসি) উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
পবিত্র রমযান এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর সাউথ সেন্ট্রাল রোডের নার্গিস মেমোরিয়াল হাসপাতালের পাশে সিইউসি স্কুলে এই আয়োজন করা হয়। সিইউসির সভাপতি মো. শাহীন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি মো. নুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগরের সভাপতি অধ্যাপক রেহানা ইসা, সিইউসির প্রধান উপদেষ্টা ও নার্গিস মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আরিফ উদ্দিন আহমেদ, সিইউসির অন্যতম উপদেষ্টা ও নাসিব খুলনার সভাপতি রোটা. পিপি ইফতেখার আলী বাবু, জাতীয় রোভার নেতা ও সিইউসির উপদেষ্টা শিকদার রুহুল আমিন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা ও সিইউসির উপদেষ্টা সরদার আবু তাহের, বিদ্যুৎ বিভাগের সাবেক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার,খুলনা জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. শিহাব উদ্দিন, সিইউসির সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, স্বাধীন ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের আরবি শিক্ষক মুফতি সাজিদুর রহমান। এরপর অতিথিবৃন্দের বক্তব্য শেষে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ বস্ত্র উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সিইউসি জন্মলগ্ন থেকেই সফলতার সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এই সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন মানবিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। সেই সঙ্গে কেএমপির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
সিইউসির সভাপতি মো. শাহীন হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রাইমারি লেভেলে ঝরে পড়া রোধকল্পে সিইউসির যাত্রার সূচনা হয়। বিনামূল্যে পাঠদানের পাশাপাশি এখানে সকল শিক্ষার্থীর মাঝে সারা বছরের শিক্ষা উপকরণও বিতরণ করা হয় বিনামূল্যে। এ ছাড়া, পুষ্টিকর খাদ্য চাহিদা মেটাতে সপ্তাহে দুদিন তাদের খাদ্য সরবরাহ করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, শীতের সময় শীতবস্ত্র, ঈদের সময় ঈদ বস্ত্র এবং কোরবানির সময় কোরবানির গোশতসহ প্রয়োজনীয় সামগ্রী তাদেরকে বিনামূল্যে সরবরাহেও কাজ করছি আমরা।
সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারিমা আক্তার, মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, আরিফা আক্তার খুকুমণি প্রমুখ অনুষ্ঠানটি আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সিইউসির অন্যান্য সদস্য এবং শিক্ষকবৃন্দের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
❝প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ জানুয়ারি সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষাস্তর থেকে ঝরে পড়া রোধে কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত “চলবো মোরা একসাথে/জয় করব মানবতাকে”— স্লোগানকে সামনে রেখে নিরলসভাবে সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের লেখাপড়া থেকে ঝরে পড়া রোধে কাজ করে যাচ্ছে সংগঠনটি।❞
খুলনা সিটি কর্পোরেশনের ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দুটি বিনামূল্যের সহপাঠ স্কুল পরিচালনা করছে সিইউসি। সেখানে বর্তমানে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু বিনা খরচে পড়াশোনা করছেন।