খুলনার নিরালা মোড়ের তাবলীগের মারকায মসজিদে সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় আলেম ও মুসল্লিদের একাংশ।
শনিবার (২৮ ডিসেম্বর) মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়।
সংবাদ সম্মেলনে মারকায উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া লিখিত বক্তব্যে বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গি ময়দানে নামাজরত ও ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনার পর থেকে কারকরাইলের তাবলীগ মারকায মসজিদে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একইসঙ্গে খুলনায়ও সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান তিনি।
মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া আরও অভিযোগ করেন যে, এই দল শুধু সাদ কান্ধলভীর অনুসারী নয়, তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সম্পর্কিত।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এরা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করে ষড়যন্ত্র করছে। এজন্য প্রশাসনের প্রতি তাদের কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আরএস//বিএন