বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, দেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে হাসনাত লেখেন, “দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুল পলাতক থাকলেও সরকারের পক্ষে বিবৃতি পাঠাচ্ছেন, আর মিডিয়া সেটি প্রকাশও করছে! বিষয়টি বুঝতে পারছেন?”
তিনি আরও মন্তব্য করেন, “দেশে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই খুনিরা মুক্ত থাকবে, আর বিপ্লবীরা কারাগারে বন্দি হবে।” এছাড়া, সাংবাদিক শফিক রেহমানের উদ্দেশে ইঙ্গিত করে তিনি লেখেন, “শফিক ভাই, আপনাদের সুশীলতা যেন নিজেদের গলায় দড়ি হয়ে না ফিরে!”
হাসনাতের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আরইউএস//বিএন