বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। দেবী সরস্বতী সনাতনীদের নিকট বিদ্যার দেবী হিসেবে অভিহিত হয়ে থাকেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দিয়ে অর্চনার মাধ্যমে জ্ঞান কামনা করে শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সকাল ৮টায় শুরু হয় পূজা-অর্চনা এবং সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দেবী সরস্বতী অজ্ঞতার অন্ধকার দূর করে দিগ্বিদিক জ্ঞানের আলো ছড়িয়ে দেন বলে বিশ্বাস সনাতনী বিদ্যার্থীদের। তাই দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানান শিক্ষার্থীরা।
এ সময় মণ্ডপে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কাবেরী মজুমদার এবং গণিত ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. অনুপ কুমার দত্ত।
বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী দিপ্ত শর্মা বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাহির থেকেও বহু ধর্মপ্রাণ সনাতনীরা পূজা ও অর্চনার জন্য পূজা মণ্ডপে সমবেত হয় যার ফলে পূজা মণ্ডপ জাঁকজমকপূর্ণ হয়ে উঠে। দিপ্ত আরো জানান যে বর্তমানে ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব না থাকায় এ বছর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পূজা আয়োজনের সাথে যুক্ত ছিলো যা এবারের আয়োজনকে অন্য যেকোনো বছর থেকে সন্তোষজনক ও অংশগ্রহণমূলক করেছে।