কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। বর্তমানে দেশের মানুষ নতুনভাবে দেশকে গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। এরই মাঝে অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশপ্রেমের আহ্বান জানান।
শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন, “আমরা সবাই জানি এবং বুঝতে পারছি যে আমাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো নয়। যেকোনো কারণেই হোক, আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছি।” তিনি ভারত থেকে আমদানি করা শাড়ি-কামিজের প্রসঙ্গ টেনে বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। ফারিয়ার ভাষ্য, “আমরা প্রত্যেকে আমাদের নিজের অবস্থান থেকে ছোট ছোট পদক্ষেপ নিতে পারি। হয়তো এতে বড় কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এটি একটি ভালো উদ্যোগ হতে পারে। প্রথমেই আমরা দেশীয় পণ্য কেনা শুরু করি। আমাদের আশেপাশের দেশের শাড়ি, কামিজ বা অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজের দেশের পণ্য ব্যবহার শুরু করি।”
পোস্টের শেষাংশে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “যারা ব্যবসা করেন, দয়া করে গলাকাটা দাম বন্ধ করে পণ্যের মূল্য কমান এবং মান ভালো করুন। আমরা স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাকস্বাধীনতা চেয়েছি, এবং তা রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই কঠিন অবস্থার পরিবর্তনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
এমএ//