নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (২৪ মার্চ) ভোর ৩ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এর আগে মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১০টি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত। গাউছিয়া কাঁচা বাজারের পাশেই রয়েছে একটি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে মার্কেটটিতে অনেক কাপড় মজুদ করা হয়। সৌভাগ্যক্রমে সেই মার্কেটটিতে আগুন লাগেনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট চারটি স্টেশনের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনটি বেশ বড় এবং চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।