ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকার বেশির ভাগ অংশে শিগগিরই সামরিক অভিযান আরও ‘জোরালোভাবে’ বিস্তৃত করা হবে। তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ গাজার গুরুত্বপূর্ণ অঞ্চল ‘মোরাগ এক্সিস’-এর নিয়ন্ত্রণ নিয়েছে, যা খান ইউনিস ও রাফাকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
ইতিমধ্যে ইসরায়েল ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং সম্ভাব্য আকাশ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজার বহু এলাকা দখল করা হয় এবং হাজারো মানুষ নতুন করে বাস্তুচ্যুত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ১,৫৬৩ জন ১৮ মার্চের পর প্রাণ হারিয়েছেন।
কার্তজ দাবি করেন, হামাসকে নির্মূল, জিম্মি মুক্তি ও যুদ্ধ সমাপ্তির জন্য এ অভিযানই ‘শেষ মুহূর্তের ধাক্কা’।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জন জিম্মি করা হয়। সেই ঘটনার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে, যা এখনো থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না। পরিস্থিতি দিন দিন আরও জটিল ও মানবিক সংকটময় হয়ে উঠছে।