ইসরায়েল শনিবার (১৪ ডিসেম্বর) গাজায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মেডিকেল কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল বন্দুকধারীরা, যারা আশ্রয়কেন্দ্র ও ত্রাণের গুদামে অবস্থান করছিল।
মেডিকেল সূত্র অনুযায়ী, দেইর আল বালাহ এলাকায় এক ভবনে হামলা চালানো হয়, যেখানে ত্রাণ নিতে ফিলিস্তিনিরা জড়ো হয়েছিলেন। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। আহতদের পায়ে হেঁটে, রিকশা বা ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হামাস জানায়, এই হামলায় তাদের প্রশাসনিক কমিটির প্রধান দিয়াব আলী আল জারু নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী জানায়, গাজার একটি পুরোনো আশ্রয়কেন্দ্রে হামাস যোদ্ধাদের লক্ষ্য করেও হামলা চালানো হয়।
মেডিকেল কর্মীরা আরও জানান, হামলায় এক নারী ও তার শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তবে হামাসের কোনো সদস্য এই হামলায় নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ও নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও হামাস যোদ্ধাদের সংখ্যা আলাদা করে প্রকাশ করছে না, যা পরিস্থিতি আরও অনিশ্চিত করে তুলেছে।
আরএস//বিএন