ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা করেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোনো ধরনের খাদ্যশস্য ঢুকতে দেওয়া হবে না। এর ফলে সেখানে মানবিক সহায়তার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল।
সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) তিনি লেখেন, ‘এক দানা শস্যও এই অঞ্চলে প্রবেশ করবে না।’
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গত ২ মার্চ থেকেই ইসরায়েল গাজার সীমান্ত ক্রসিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যা সেখানে এক নজিরবিহীন মানবিক সংকট সৃষ্টি করেছে। খাদ্য, পানি, ওষুধসহ ন্যূনতম জরুরি সহায়তাও গাজার জনগণের জন্য অপ্রাপ্তিযোগ্য হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, গাজায় এই কঠোর অবরোধ মূলত নতুন করে ইসরায়েলি সামরিক অভিযান চালানোর অংশ। ১৮ মার্চ থেকে শুরু হওয়া বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৩,৪০০ জনের বেশি আহত হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে সেখানে দিন দিন মানবিক বিপর্যয় তীব্রতর হচ্ছে।
বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও বিভিন্ন রাষ্ট্র ইতোমধ্যেই গাজায় অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েলের পক্ষ থেকে বরাবরের মতোই তা উপেক্ষা করা হয়েছে। স্মোট্রিচের এই মন্তব্য সেই অবস্থানেরই প্রতিফলন।