গাজায় গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে ফোয়ারা চত্বরে শেষ হয়।হাজারো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
“ফ্রি ফি ফিলিস্তিন”;আমরা সবাই নবির সেনা, ভয় করি না বুলেট বোমা”;”ফিলিস্তিনে হামলা কেন? জবাই চাই জবাব চাই”;”নেতা নিহায়ুর দুই গালে, জুতা মারো তালে তালে” অংশগ্রহণকারীদের এমন শ্লোগানে উত্তাল হতে থাকে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস প্রাঙ্গন।
সেই সাথে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ইসরায়েলের পণ্য বয়কটরেও ডাক দিয়েছেন। সেই লক্ষ্যে তারা বিশ্বিবদ্যালয়ের প্রধান ফটকে ইসরায়েলি পণ্যের এবং বিকল্প পণ্য ব্যবহারের তালিকা টানিয়ে দিয়েছেন।
বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্লাকার্ড তুলে ধরেন এবং ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারীরা ইসরায়েলের এমন ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন,দখলদার বাহিনী যেভাবে নিরিহ ফিলিস্তিনিদের প্রতি হামলা চালাচ্ছে তা নিঃসন্দেহে অমানবিক। সেখানে নির্বিচারে নারী,শিশু,বৃদ্ধ সহ সকল শ্রেণির মানুষকে নির্বিচারে মেরে ফেলছে,যা মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে।এমন ন্যাক্কারজনক কর্মকান্ড কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারবে না। অনতিবিলম্ব এমন হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।নইলে বিশ্বের সকল বিবেকবান মানুষ একত্রিত হয়ে ইসরায়েলকে প্রতিহত করবে, তাদেরকে ধুলার সাথে মিশে দিবে।