গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব অনুমোদন করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি সমর্থন করে ১৫৮টি দেশ, বিপক্ষে ছিল ৯টি, আর ভোটদান থেকে বিরত ছিল ১৩টি দেশ। প্রস্তাবে গাজায় চলমান সহিংসতা বন্ধ এবং বন্দিদের নিঃশর্ত মুক্তির ওপর জোর দেওয়া হয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে গাজায় ৪৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। একই দিনে আরেকটি প্রস্তাব পাস হয়, যেখানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতি ইসরায়েলের বাধা দেওয়ার নিন্দা জানানো হয়েছে। এই প্রস্তাবে সমর্থন দেয় ১৫৯টি দেশ, বিরোধিতা করে ৭টি দেশ, এবং ১১টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
ফিলিস্তিনের দূত রিয়াদ মানসুর গাজার পরিস্থিতিকে মানবতার ওপর এক গভীর ক্ষত হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে স্লোভেনিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা গাজার ধ্বংস এবং ফিলিস্তিনের সংকট নিয়ে বিশ্বনেতাদের নিরবতাকে তীব্রভাবে সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড প্রস্তাবটির ভাষাকে “ত্রুটিপূর্ণ ও লজ্জাজনক” বলে অভিহিত করেন এবং যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে বলেন, পণবন্দিদের মুক্তির বিষয়টি বিবেচনা না করে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব নয়।
প্রস্তাবটি আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় রাজনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হলেও, এর বাস্তবায়ন নিয়ে সংশয় রয়ে গেছে।
আরএস//বিএন