গাজাযুদ্ধে ৪ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
গাজা উপত্যকার উত্তরে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সৈন্য নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৩-এ।
নিহতের পাশাপাশি এক অফিসার ও এক সংরক্ষিত সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি স্থল অভিযানে তিন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। অঞ্চলটিতে অক্টোবরের শুরু থেকে চালানো অভিযানের লক্ষ্য ছিল হামাসের পুনর্গঠন ঠেকানো।
অন্যদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, জাবালিয়ার কাছে ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেওয়া দুই শিশু ও দুই নারী রয়েছেন। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, হালওয়া স্কুলে হামলায় আরও ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন শিশু।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে যে, তারা জাবালিয়ার হালওয়া স্কুলে হামলা চালিয়েছে। তাদের দাবি, ভবনটি হামাসের “কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার” হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চলমান যুদ্ধে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৬,৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। রাবির আবাসিক হলে পোড়াল আল- কোরআন বিজেপির প্রতীক অঙ্কন আরো খবর পড়ুন ।
আরইউএস