গাজা, লেবানন ও ইয়েমেনে একযোগে ইসরায়েলি হামলা
ইসরায়েলি বাহিনী গাজা, লেবানন এবং ইয়েমেনে একযোগে হামলা চালিয়েছে। শুক্রবার রাত থেকে এসব আক্রমণ শুরু হয়,
যেখানে সবচেয়ে বড় আঘাত হানা হয়েছে ইয়েমেনে। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে এই হামলা চালিয়েছে ইসরায়েল, আর গাজায় স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে।
ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালায়।
এতে একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি সমুদ্রবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।
ইরান ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে ইসরায়েলের বর্বর হামলা নজিরবিহীন।
এদিকে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, টাইর অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইসরায়েল দাবি করেছে, এটি হিজবুল্লাহর অস্ত্র পরিবহনের ট্রাক ছিল।
গাজার পরিস্থিতি আরও ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন।
আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা বেশি হয়েছে।
আবাসিক এলাকাগুলোতে এ আক্রমণ চালানো হয়, যা রাতভর চলেছে। পাশাপাশি স্থলপথেও ইসরায়েলি সেনারা আক্রমণ অব্যাহত রেখেছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ বাড়লো ৯ লাখ অভিবাসীর আরো খবর পড়ুন ।
আরইউএস