গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৩২ জন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, “এখন পর্যন্ত আহতের সংখ্যা ৩২ জন, এবং ৫০% পুরে গিয়েছে প্রায় ১৬ জনের।
এর মধ্যে ৯০% রোগী প্রায় ১০ জনেরও বেশি। এবং এদের সকলের শ্বাসনালীও পুড়ে গেছে।”
তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে সর্বাত্মক চেষ্টা করার জন্য বলেছেন। তবে এদের কেউ আশঙ্কামুক্ত না। ৬ জন আইসিউতে আছে। এখানে শিশু আছে ১৩ জন।”