গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকায় দুর্বৃত্তদের হাতে কৃষকদলের নেতা রাকিব মোল্লা (৩৫) খুন হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। রাকিব মোল্লা গাজীপুর সদর থানার দক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এলাকার আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে মাথা ও ঘাড়ে আঘাত রয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই হত্যাকাণ্ডে এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।