গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সদর উপজেলার রাজবাড়ি মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংগঠনটি তাদের ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাটের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের দেখতে রাত ৩টার দিকে হাসপাতালে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তারা আহত নেতাকর্মীদের খোঁজ-খবর নেন।
আজকের বিক্ষোভ সমাবেশে সারা দেশের ছাত্র-জনতা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।