রাবিপ্রবি প্রতিনিধিঃ রাত পেরোলেই গুচ্ছ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
গত ২২ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা করা হয়।
আগামীকাল (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবির তত্ত্বাবধানে মোট ৫৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের সুবিদার্থে প্রতিবারের ন্যায় এবারেও চালু থাকছে বাস ব্যবস্থা। সকাল ৯.৩০ মিনিটে পরিক্ষার্থীদের জন্য তিনটি বাস শহরের ভেদভেদি মোড়, বনরুপা বাজার ও প্রেসক্লাব মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।পরীক্ষার পর দুপুর ১২:১৫ মিনিটে সবগুলো বাস ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়াও অভিভাবকদের বসার ও গাড়ি পার্কিং এর জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ভর্তি পরীক্ষার্থীদের রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, রাবিপ্রবির চিরসবুজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা স্বাগতম। তোমাদের স্বপ্ন, সাধনা আর অদম্য ইচ্ছাশক্তির পথচলা শুরু হোক এখান থেকেই।
উপাচার্য আরো বলেন, তোমরা যারা রাবিপ্রবিতে ভর্তির স্বপ্ন দেখছো, জেনে রাখো—এই বিশ্ববিদ্যালয় তোমাদের শুধু শিক্ষা নয়, চিন্তা ও চেতনার উন্নতির দিকেও নিয়ে যাবে। এখানে জ্ঞানচর্চা শুধু পাঠ্যবইয়ের মাঝে সীমাবদ্ধ নয়—সংস্কৃতি, শিল্প, সাহিত্য আর মানবিক বোধের এক অপূর্ব সম্মিলন রয়েছে এই ক্যাম্পাসে।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে রাবিপ্রবি সেজেছে রংতুলির আঁচরে। রাবিপ্রবির সর্বকনিষ্ঠ সদস্যরাই নানা রঙে সাজিয়েছে ক্যাম্পাস।