২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীদের ছাত্রদলের পতাকাতলে আসার আহ্বানও জানান তারা।
শুক্রবার (১০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান হিমেলের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করে তারা।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার হামিদ খান, মোঃ শাহরিয়ার হোসেন, কাজী রফিকুল ইসলাম, মোঃ সজল মিয়া, নুরুন্নবী, সহ-সাধারণ সম্পাদক ইউনুস রহমান রিমন, শাহ ইমরান খান, রিফাত,
সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, মোবাইদুর রহমান, মাহিদ খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফ শাহিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জামাল পাটোয়ারী, সবুজ, নুরুজ্জামান, সাদিক, রাজিব,রাফি,শাহাদাৎ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।###