দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। শুধুমাত্র একটি কেন্দ্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশ নেবেন তিন হাজার ২১৩জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের আহ্বায়ক ও ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড.মুহাম্মদ আহসান উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে তিনি বলেন,’ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষকদের যথাযথ দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামীকাল ভর্তি পরীক্ষার্থীরা এসে পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী এবং আসন বিন্যাস সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার ২১৩ জন। চারটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে এবং নিরাপত্তা বিষয়ে আমরা সচেতন।
উল্লেখ্য,২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়