Home » news » গুজরাটে দেয়াল ধসে ৬ জনের প্রাণহানি
ভারতের গুজরাটে দেয়াল ধসে ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) রাজ্যটির মেহসানা জেলার কাদি তালুকের জাসালপুর গ্রামের নিকটে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে দেশটির বার্তাসংস্থা এএনআই এ নিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, মেহসানা জেলায় একটি বেসরকারি কোম্পানির দেয়াল ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
পরে ছয়জনের মরদেহ সেখান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্সে লেখেন, “গুজরাটের মেহসানায় দেয়াল ধসের দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রিয়জনহারাদের প্রতি আমার পক্ষ হতে গভীর সমবেদনা। ঈশ্বর তাদের এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন।”
আরএস