গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর প্রতিনিধিদল।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসন।
গুম তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বৈঠকে এইচআরডব্লিউ প্রতিনিধিরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ তথ্য শুনে উদ্বেগ প্রকাশ করেন। তারা গুম, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরইউএস