বাংলাদেশ নাটক সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ তুষার খান। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশকের প্রথম দিকে নাটক সিনেমায় অভিনয় শুরু করেন জনপ্রিয় এই অভিনেতা। ১৯৮২ সালে অভিনয়ে তাঁর পথচলা শুরু হয়।
টেলিভিশনের অনেককে বিয়ে করিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাকে কাকে বিয়ে করিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বৃন্দাবন-খুশি, আ খ ম হাসান, জয়রাজ, শামীম জামান ও এর বাইরে আরও বেশ কিছু এবং অনেক মজার মজার ঘটনা আছে।’
তিনি আরো বলেন, একদিন হঠাৎ রাত সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা দিকে দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দেখলাম হাসান। বলল, ভাই, মেয়ে তো পালিয়ে আসছে। তখন বললাম, ও পালিয়ে আসছে, নাকি তুই নিয়ে আসছস। রাত ১২টার সময় লালমাটিয়া কাজি অফিসের কাজি সাহেবকে ডেকে এনে বিয়ে দেওয়ালাম।’