মেসেজিং অ্যাপের গোপন চ্যাট গ্রুপে ভুলবশত সাংবাদিককে যুক্ত করায় ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিক-এর এক সাংবাদিক দাবি করেছেন, হোয়াইট হাউস একটি গোপন মেসেজিং গ্রুপে তাকে ভুল করে অন্তর্ভুক্ত করেছিল, যেখানে ইয়েমেন যুদ্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল।
সোমবার (২৪ মার্চ) দ্য আটলান্টিক-এর প্রতিবেদনে বলা হয়, ম্যাগাজিনটির প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গকে ১৩ মার্চ সিগন্যাল মেসেজিং অ্যাপে একটি চ্যাট গ্রুপে যুক্ত করা হয়। সেখানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার ডেপুটি অ্যালেক্স ওংকে হুতিদের বিরুদ্ধে সামরিক হামলার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন।
গোল্ডবার্গ দাবি করেন:
❝১৫ মার্চ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে হামলার ঘোষণা দেওয়ার আগেই তিনি ওই গ্রুপ থেকে এই তথ্য পেয়ে যান। ওই চ্যাটে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হামলার কৌশল, লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র এবং আক্রমণের ক্রমপর্যায় নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন।❞
গ্রুপটিতে আরও যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডসহ জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তারা।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং দ্য আটলান্টিক-এর প্রতিবেদনের প্রতি তার আগ্রহ নেই। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে এবং পর্যালোচনা চলছে। তবে প্রতিরক্ষা সচিব হেগসেথ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ যুদ্ধ পরিকল্পনা টেক্সট করেনি।”
কিন্তু সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডবার্গ তার বক্তব্যের পাল্টা জবাবে বলেছেন, “এটি মিথ্যা। তিনি যুদ্ধ পরিকল্পনা শেয়ার করেছিলেন।”
ডেমোক্র্যাট নেতারা এ ঘটনাকে জাতীয় নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে কংগ্রেসের তদন্তের দাবি তুলেছেন।