খেজুর গাছের পাতায় বোনা স্বপ্ন এখন বাস্তব রূপ নিচ্ছে খুলনা ও আশপাশের গ্রামের নারীদের হাতে। ‘সচ্ছলতা’—খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্রজেক্টটি একদিকে যেমন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, অন্যদিকে পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির মাধ্যমে টেকসই উন্নয়নের বার্তা ছড়াচ্ছে।
প্রকৃতি আর প্রান্তিক নারীর জীবনের মাঝে একটি সেতুবন্ধন গড়তে নিরলস কাজ করে যাচ্ছে এই দল। গ্রামীণ নারীদের হাতে তৈরি হচ্ছে পাটি, ব্যাগ, কলমদানি, অলংকার, টেবিল ম্যাটসসহ নানা রকম পরিবেশবান্ধব পণ্য, যেগুলো দৈনন্দিন জীবনে যেমন দরকারি, তেমনি স্থানীয় উপকরণের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।
‘সচ্ছলতা’ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া সুলতানা রিদি, প্রিয়াঙ্কা সাহা, অনন্যা কাজল মৌলি, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ সাব্বির হোসেন এবং আহনাফ তাহমিদুল আমিন। তাঁদের সঙ্গে শুরু থেকেই যুক্ত ছিলেন সরকারি হাজী মোহাম্মদ মোহসীন কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম।
প্রজেক্টটির মূল লক্ষ্য তিনটি—প্রথমত, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা; দ্বিতীয়ত, পরিবেশবান্ধব পণ্য তৈরি করে পরিবেশ রক্ষা করা; এবং তৃতীয়ত, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
সম্প্রতি ব্র্যাকের মিস নবনীতা ‘সচ্ছলতা’র কার্যক্রম ঘুরে দেখে অত্যন্ত প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনায় উৎসাহ জোগান। তাঁর পরামর্শ ও মূল্যায়ন এই প্রজেক্টকে আগামী দিনে আরও পরিপূর্ণ করে তুলবে বলে আশা করছেন উদ্যোক্তারা।