যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রিন ভয়েস সংগঠনের আহ্বায়ক কমিটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্ববায়ক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আলিফ হাসান সিফাত এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান খান।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগির কবির সাক্ষরিত এক নোটিসে ৩ মাসের জন্য ২ জন যুগ্ম আহ্বায়ক এবং ৯ জন সদস্য নিয়ে মোট ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহব্বায়ক হিসেবেম দায়িত্ব পালন করবেন রিতু সাহা ও মিকৌরীন আরা মিনহা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আতিকুর রহমান, আরাফাত হোসেন, মো: আশিকুল ইসলাম, রিসালাত জামান, সুমাইয়া আফরিন বিস্তী, মুনা আমিন রিনি, উজান ভদ্র, সাজ্জাদুল আলম ভূইয়া, মো: তৌহিদ হোসেন।
উল্লেখ্য, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। যা পরিবেশ রক্ষা, দরিদ্র সহায়তা, বন্যায় সহায়তা, দরিদ্রদের শিক্ষার উন্নয়নের মতো সামাজিক কাজ করে থাকে।