সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলমান থাকাকালীন তিনি পদত্যাগপত্র জমা দেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। প্রশাসন সূত্র জানিয়েছে, বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালে রাজধানীতে সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তার পদত্যাগ নিয়ে বিচার বিভাগসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।