ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেপ্তার এড়াতে তার পোল্যান্ড সফর বাতিল করেছেন।
পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোসজেউস্কি দেশটির সংবাদমাধ্যম রিজেকপসপলিটা-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “নেতানিয়াহু পোল্যান্ডে এলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিসি) নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হতে পারে।” এ সতর্কতার পর নেতানিয়াহু তার সফর বাতিল করেন।
আগামী জানুয়ারিতে পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আউশউইৎজ বন্দি শিবির মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে নেতানিয়াহুর অংশ নেওয়ার কথা ছিল। তবে পোল্যান্ড জানিয়েছে, তারা আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে আদালতের নির্দেশ মানতে বাধ্য।
নভেম্বর মাসে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগে বলা হয়, তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন, যা সেখানকার বাসিন্দাদের মৌলিক চাহিদা—খাদ্য, পানি, ওষুধ—থেকে বঞ্চিত করেছে।
যদিও ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, এবং রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ আইসিসিকে স্বীকৃতি দেয়নি, তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ পোল্যান্ডও আইসিসির সনদে স্বাক্ষর করেছে। এর ফলে পোল্যান্ড সরকার নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা পরোয়ানা কার্যকর করতে বাধ্য।
আরএস