ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকামুখী লেনে দৃষ্টিসীমা কম থাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা দেয়, যার ফলে পরপর পাঁচটি যান দুর্ঘটনার শিকার হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ রাখতে পারেনি, ফলে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে বাস ও ট্রাকও রয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন।