মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে সিরাজদিখান ও শ্রীনগর এলাকার এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রথমে ভোরে দুটি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এর পরপরই একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। একই সময়ে একটি পিকআপভ্যান একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এই ধাপে ধাপে সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, দুর্ঘটনার পর মহাসড়ক সচল করতে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির সঙ্গে ঘন কুয়াশার প্রভাবই দুর্ঘটনার মূল কারণ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।