খোলা আকাশের নিচে চোখ বন্ধ করলেই উত্তাল ঢেউ এর শব্দ আর ক্ষিন বাতাসের আভাস এমনটা ভাবলেই কল্পনায় আসে কক্সবাজার। ব্যাস্ত জীবনে পরিবার নিয়ে এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে সবাই চায়। তবে কক্সবাজার যেমন সময় সাপেক্ষ ব্যাপার তেমন ব্যায়বহুল। কিন্তু এমন উপভোগ এর বিকল্প যেন মৈনট ঘাট ঘরের কাছে কক্সবাজারের স্বাদ নিতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট থেকে। এখানে এলেই মনেহবে আপনি কক্সবাজারে আছেন। খোলা আকাশের নিচে চোখ বন্ধ করে দাঁড়ালে দূরে ভেসে আসবে নদীর ঢেউ আর বাতাসের শব্দ—যা মনে করিয়ে দেয় সমুদ্রের উপস্থিতি। ব্যস্ত জীবনে পরিবার নিয়ে একটু প্রশান্ত সময় কাটাতে চাইলে মৈনট ঘাট হতে পারে চমৎকার একটি জায়গা।
দীর্ঘদিন ধরেই ঢাকার মানুষের কাছে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দিনে দিনে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠছে। রাজধানীর কাছে হওয়ায় স্বল্প খরচে অল্প সময়েই ঘুরে আসা সম্ভব। স্থানীয়দের মতে বিশেষত ছুটির দিনে প্রায় ১০ হাজার পর্যটকের আগমন ঘটে এখানে।
নদীর ধারে এই মনোমুগ্ধকর পরিবেশ আর নীল জলের দিগন্তজোড়া দৃশ্য মুগ্ধ করে সকলকে। দূর থেকে দেখতে পান বিস্তীর্ণ পদ্মা নদীর বেলাভূমি, যেন সমুদ্র সৈকত। সৈকতের মতো বালুর চর, শান্ত পরিবেশ আর খাবারের আয়োজন মিলে এটি হয়ে উঠেছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত। পরিবার নিয়ে দিনভর কাটাতে এটি এক আদর্শ স্থান, যেখানে ছোটদের খেলার সুযোগও আছে। শহরের ক্লান্তি ভুলে প্রশান্তি খুঁজতে মৈনট ঘাট হয়ে উঠছে মানুষের প্রথম পছন্দ।