বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ঘুণে ধরা বেতমিজ সমাজকে বদলাতে দেশের যুবকদেরকে আরেকবার এগিয়ে আসতে হবে। যুবশক্তিই পরিবর্তনের চাবিকাঠি।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার আয়োজনে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই এমন একটি কোরআনভিত্তিক মানবিক সমাজ গড়ে তুলতে, যা পরবর্তী প্রজন্মের জন্য শান্তি ও কল্যাণ বয়ে আনবে। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সকলকে আত্মত্যাগের প্রস্তুতিও রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যুবকদের হাত দিয়েই পৃথিবীর সব বড় পরিবর্তন হয়েছে। বিশ্বের ইতিহাসে রাসুল (সা.)-এর পরে শ্রেষ্ঠ শাসন ছিল খোলাফায়ে রাশেদীনের। তাতেও যুবসমাজের অবস্থান ছিল খুবই পোক্ত। সেই আদর্শের ভিত্তিতেই এ দেশের সমাজ গড়ে উঠবে বলেও বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জামায়াত আমির বলেন, কোরআনভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দল-মত নির্বিশেষে সমাজে সবাই নিরাপত্তা ও সম্মান পাবে। তবে এ শাসন ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে প্রচারণা চালাতে হবে। এ লক্ষ্যে সীসাঢালা প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। স্থানীয় নেতৃবৃন্দ, সহযোগী সদস্য এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বক্তব্য জামায়াতের আদর্শিক ও সাংগঠনিক পুনর্বাসনের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে নতুন করে যুব সমাজকে সংগঠনের কেন্দ্রে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।