কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মিজান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া মিজান উদ্দিন উপজেলার দ্বিয়ারচর গ্রামের বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য।
চকরিয়া থানার তথ্য অনুযায়ী, মিজানের বিরুদ্ধে নাশকতাসহ মোট সাতটি মামলা রয়েছে, যেগুলোর কয়েকটিতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বেতুয়া বাজারে মিজান অবস্থান করছেন—এমন খবরে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুরে মিজানকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।