কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। দুপুরে নগরীর কাজীর দেউরি এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন তারা।
এর আগে সোমবার বিকেল ৩টায় জামালখান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পুলিশি তৎপরতায় সেখানে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, সভা-সমাবেশ করতে হলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া কারফিউ চলাকালীন সময়ে শিথিল থাকলেও কোনো সভা-সমাবেশ করা যায় না। কেউ যদি আইনভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সেক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবে বলেও জানান তিনি।