তারুণ্যের শক্তি নষ্ট না হোক। ব্যয় হোক শিক্ষা, সেবা ও গবেষণায়। আর্তমানবতার সেবা ও তারুণ্যের ইতিবাচক বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করলো বিআরএফ ইয়ুথ ক্লাব।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বিআরএফ ইয়ুথ ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
ইলেক্ট্রিক্যাল & ইলেক্ট্রনিক্সস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ শৈবাল রীশাদকে আহবায়ক, আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হিজবুল্লাহকে যুগ্ম আহবায়ক এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার জাওয়াদ হাসান সদস্য সচিব করে কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা যায়।
সদস্যদের মধ্য থেকে ক্রিমিনোলজি & পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এসএম সিহাব জানান, “তরুণদের মাঝে হতাশা খুব বেশি। চবির স্টেশনে মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলছে দিন দিন। আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। সেবা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা তরুণের এসব বিপথগামীতা থেকে বাঁচাতে সাহায্য করবে। তারুণ্যের ইতিবাচক বিকাশের দায়বদ্ধতা থেকেই কাজ শুরু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। আমাদের ক্লাব তরুণদের আদর্শ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পাঠচক্র, মাদক ও সকল নেতিবাচক আসক্তি বিরোধী ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা, এবং জলবায়ু ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গ্রহণ করবে।”