শুক্রবার (৪ অক্টোবর ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ওয়েবসাইটে মেধার ভিত্তিতে হল সমূহে অ্যালোটমেন্টের ফলাফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সর্বশেষ ২০১৭ সালে মেধার ভিত্তিতে এরকম গণ অ্যালোটমেন্ট দেওয়া হয়েছে। বাকি সময় ছাত্রলীগ বাহুবল প্রয়োগ করে হল দখলে রেখেছিলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফিও হলে সিট পাননি। তারা অয়েটিং লিস্টে আছেন।
কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ নিশ্চিত করেন যে, হলে সিট বরাদ্দে কোনো লবিং হয়নি। এত বছর পর সুষ্ঠু মেধা ভিত্তিক বন্টন হয়েছে। যার প্রমাণ সমন্বয়করাও সিট পায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রহমান বলেন, “আমরা নিজেদের সুবিধার জন্য লড়াই করিনি। আমাদের লড়াই ছিলো বৈষম্যের বিরুদ্ধে। যার ফলাফল আপনাদের সামনে। আগের দিনে ছাত্রনেতারা লবিং করে হলে সিট নিতো। এখন আর সেই সুযোগ নাই। আমরা সমন্বয়করা নিজেরাই সিট না পেয়ে অয়েটিং লিস্টে আছি। এটাই নিরপেক্ষতার প্রমাণ, আলহামদুলিল্লাহ। আর আমরা এই বৈষম্যহীন ধারাকে টিকিয়ে রাখবো, ইনশাআল্লাহ।”